![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F08%2F09%2F9a75f255cd7508efe382947c80a8c8a3-611101160eb6b.jpg%3Fjadewits_media_id%3D741127)
দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। তবে করোনা আক্রান্ত হননি। গত শুক্রবার (০৬ আগস্ট) তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সোমবার (০৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এসএম হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, গত ৫ আগস্ট পরীক্ষায় ওই ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে শনাক্ত হন। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।