![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F08%2F2021-08-02t094806z_229132484_rc2xwo9a6h02_rtrmadp_3_afghanistan-conflict.jpg%3Fitok%3DXcMvMyPr)
ব্রিটিশ নাগরিকদেরও দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশ
তালেবান যোদ্ধারা একের পর এক শহর দখল করায় আফগানিস্তানে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। মার্কিন সেনা দেশটি থেকে বিদায় নিতেই একের পর শহর দখল করছে তালেবানরা। এই সংকটকালে নিরাপত্তার কথা মাথায় রেখে নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিল ব্রিটেন। খবর ডয়েচে ভেলের।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নির্দেশনা
- ব্রিটিশ নাগরিক