![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252Fc9a26bea-268b-4191-a3da-2e8d57ad8d2d%252F_MG_3558.JPG%3Frect%3D0%252C0%252C3441%252C1807%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
আশ্চর্যময়ী নাজমা চৌধুরী
বারবার মনে পড়ছে সেই দিনটির কথা, যেদিন নাজমা আপার সঙ্গে সারা দিন কাটিয়েছিলাম তাঁর বাসায়। করোনার চরম আকস্মিক রুদ্ররূপ তখনো আঘাত হানেনি। নাজমা আপার যেকোনো কথাই আমার কাছে নির্দেশ-আদেশস্বরূপ; যদিও সেই কথার মধ্যে নরম আদরের সুরই প্রধান হয়ে গানের মতো মর্মে গেঁথে যেত।
সকালের নাশতা, দুপুরের আহার, বিকেলের চা, কফি, হালুয়া—সেসব তো থাকতই; সঙ্গে ছিল তাঁর থেমে থেমে বলা অস্পষ্ট স্বরের কথা। চেহারায় লাবণ্যঝরা মৃদু হাসির ঝিলিক তো থাকতই।