করোনাভাইরাসের টিকা নিলেন বাবুনগরী
করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরী। রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেন তিনি।
হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুনাইদ বাবুনগরী দুপুর একটা থেকে দেড়টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিয়েছেন। টিকা গ্রহীতাদের ভিড় থাকায় নিজের গাড়িতে বসেই টিকা নেন তিনি।”