কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বেচ্ছাশ্রমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন ৭৩ বছরের সোনা উল্ল্যাহ

ডেইলি স্টার রাজারহাট প্রকাশিত: ০৮ আগস্ট ২০২১, ১৮:৩৪

এক হাতে লাল অন্য হাতে সবুজ রঙের পতাকা আর মুখে বাঁশি নিয়ে রাস্তার দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করেন ৭৩ বছর বয়সী সোনা উল্ল্যাহ। লাল রঙের পতাকা উঁচিয়ে থামিয়ে দেন অনিয়ন্ত্রিত গাড়ি, আর সবুজ রঙের পতাকা উঁচিয়ে অনুমতি দেন চলার। রাস্তায় যানজট সৃষ্টি হলে ছুটে যান এক প্রান্ত থেকে অপর প্রান্তে। বাঁশি বাজিয়ে নির্দেশ দেন যান চলাচল স্বাভাবিক করতে। আর এই কাজটি তিনি করেন স্বেচ্ছাশ্রমে।


প্রায় সাত বছর ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ব্যস্ততম চৌরাস্তা মোড়ে এভাবেই স্বেচ্ছাশ্রমে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন সোনা উল্ল্যাহ।


সোনা উল্ল্যাহর বাড়ি রাজারহাট উপজেলার পুটিকাটা মাল্লিরপাড় গ্রামে। জীবিকা নির্বাহের জন্য প্রায় ৪৫ বছর ধরে রিকশা চালিয়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এরপর বয়সের সঙ্গে শরীর দুর্বল হয়ে পড়লে রিকশা চালানো ছেড়ে দিয়ে বাড়িতে চলে যান। সেখানে কিছুদিন বসে থাকার পর স্বেচ্ছাশ্রমে রাজারহাট শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও