You have reached your daily news limit

Please log in to continue


পদকে ঠাসা দিনে অলিম্পিকে দেখবেন যেসব খেলা

দেখতে দেখতে সমাপনীর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টোকিও অলিম্পিক। রোববার পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। তার আগে আজ (শনিবার) গেমসের জন্য পদকে ঠাসা এক দিন। যেদিন হয়তো বারবার রদবদল ঘটবে পদক তালিকায়।

এখনও পর্যন্ত সর্বোচ্চ ৩৭টি স্বর্ণপদক জিতেছে গত তিন অলিম্পিকের সেরা দেশ চীন। তাদের কাছাকাছি থাকা যুক্তরাষ্ট্রের অর্জন ৩১টি সেরার পদক। চমক জাগিয়ে শুরু করা স্বাগতিক জাপানের ঝুলিতে জমা পড়েছে ২৪টি স্বর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন