![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdhaka-child-hospital-20210805211520.jpg)
শিশু হাসপাতালের সামনে জমা পানি, দিনেও টানাতে হয় মশারি
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ জন রোগী ভর্তি আছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাইয়ের শেষ সপ্তাহে মাত্র ৪ দিনের ব্যবধানে চার ডেঙ্গু রোগী মারা গেছে। তবে এ অবস্থাতেও হাসপাতাল এলাকাতেই জমে থাকছে পানি। হাসপাতালে মশার কারণে রোগীরা দিনের বেলাতেও মশারি টানিয়ে থাকছেন।