উসাইন বোল্ট যতদিন ছিলেন, ততদিন ১০০ এবং ২০০ মিটারের স্বর্ণ অন্য কারো জয়ের কোনো সম্ভাবনা ছিল না। উসাইন বোল্ট এখন নেই। তার ছেড়ে যাওয়া আসন দখলের লড়াইটা বেশ জমে উঠেছিল। ১০০ মিটারে স্বর্ণ জিতে নিয়েছেন ইতালির লেমন্ত মার্সেল জেকবস।
উসাইন বোল্ট যতদিন ছিলেন, ততদিন ১০০ এবং ২০০ মিটারের স্বর্ণ অন্য কারো জয়ের কোনো সম্ভাবনা ছিল না। উসাইন বোল্ট এখন নেই। তার ছেড়ে যাওয়া আসন দখলের লড়াইটা বেশ জমে উঠেছিল। ১০০ মিটারে স্বর্ণ জিতে নিয়েছেন ইতালির লেমন্ত মার্সেল জেকবস।