![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsergio-aguero-20210804212927.jpg)
বার্সায় এসেই সোয়া ৫ কোটি দিয়ে গাড়ি কিনলেন আগুয়েরো
বার্সেলোনায় যোগ দেয়ার আগেই ক্লাবের শহরটিকে আপন করে নিয়েছেন সার্জিও আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটি থেকে ফ্রি-ট্রান্সফারেই এবারের মৌসুমে বার্সায় যোগ দিলেন আর্জেন্টাইন এই ফুটবলার। যেখানে রয়েছেন তার বন্ধু এবং বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।