গ্রিন মাল্টা চাষ করে সফল বিদেশফেরত আব্দুর রহমান
বিদেশ ফেরত আব্দুর রহমান। তিনি গ্রিন মাল্টা চাষ করে বিদেশের কাজের সমপরিমাণ টাকা আয় করছেন দেশে বসেই। গত দুই বছর আগে থেকে তিনি গ্রিন মাল্টা চাষ শুরু করেন।
এখন তার বাগানের প্রতিটি গাছে গ্রিন মাল্টা নামের সুস্বাদু ফল ধরেছে এবং পাকা শুরু হয়েছে। ইতোমধ্যে বিক্রিও হয়েছে কয়েকশত কেজি মাল্টা। তিনি সারাবছর এই বাগানের ভেতরে মাল্টা গাছের ফাঁকে ফাঁকে সবজি উৎপাদন করে বাড়তি লাখ টাকা আয় করছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাংলাদেশ
- মাল্টা চাষ