৮ বছরের বাগান, ১০ লাখ লেবুসহ ৫ হাজার গাছ কেটে দিল বনবিভাগ!
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব পাড়ার এক দরিদ্র কৃষকের পাঁচ হাজারের বেশি লেবু গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বনকর্মীদের বিরুদ্ধে। পুরোদমে ফলনও এসেছিল গাছগুলোতে। প্রতিটি গাছে গড়ে কমপক্ষে ২০০ হলেও অন্তত ১০ লাখ লেবুসহ গাছগুলো কেটে পাহাড়গুলো করা হয়েছে বৃক্ষহীন। গত কয়েক বছরে তিলে তিলে গড়ে তোলা একমাত্র উপার্জনের মাধ্যম লেবু বাগানটি কেটে ফেলায় আহাজারিতে বুক ভাসাচ্ছেন কৃষক নজির আলম (৪৩)।