কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশের ১৮ হাসপাতালে অতিরিক্ত রোগী

বাংলা ট্রিবিউন কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল প্রকাশিত: ০৩ আগস্ট ২০২১, ১৯:৩৪

দেশে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ১৮ টি হাসপাতালেই নির্ধারিত বেডের অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার ( ৩ আগস্ট) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর এই ১৮টির মধ্যে রাজধানী ঢাকাকেই রয়েছে পাঁচ হাসপাতাল।


অধিদফতরের তথ্য থেকে জানা যায়, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের নির্ধারিত ১৬৯ বেডের বিপরীতে অতিরিক্ত চারজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত ২৭৫ জনের বিপরীতে ৮২ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ধারিত ৭০৫ বেডের বিপরীতে অতিরিক্ত ৪৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ধারিত ২৬৩ বেডের বিপরীতে অতিরিক্ত ৮১ জন আর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ধারিত ২৮৭ বেডের বিপরীতে অতিরিক্ত দুইজন অতিরিক্ত রোগী ভর্তি আছেন। রাজধানী ঢাকায় বেসরকারি ল্যাব এইড হাসপাতালেও রয়েছেন অতিরিক্ত রোগী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও