![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/01/jacobs-010821-01.jpg/ALTERNATES/w640/jacobs-010821-01.jpg)
বিশ্বাসই হচ্ছে না জেকবসের
উসাইন বোল্টের পর প্রথম যিনি অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন, বিস্ময়কর হলেও সত্যি এই কিংবদন্তির অবসরের পরই তিনি নাম লেখান স্প্রিন্টে। খুব বেশি আগের কথা নয়, তিন বছর আগেও মার্সেল জেকবসের পরিচয় ছিল-লং জাম্পার। আজ তার মাথায়ই কি-না বিশ্বের সবচেয়ে দ্রুততম মানবের মুকুট। বোল্টের এক যুগের রাজত্বের পর প্রথমজন হিসেবে উঠেছেন সেরার আসনে, যেন বিশ্বাসই হচ্ছে না এই ইতালিয়ানের।