![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/01/marcell-jacobs-010821-01.jpg/ALTERNATES/w640/marcell-jacobs-010821-01.jpg)
দ্রুততম মানব ইতালির মার্সেল জেকবস
১০০ মিটার স্প্রিন্টে অ্যাথলেটিক্স বিশ্ব এক যুগেরও বেশি সময় ধরে একরাশ বিস্ময় আর মুগ্ধতা নিয়ে শুধু দেখেছে উসাইন বোল্টের কীর্তি। এবার নতুন কারো ঝলকানি দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। সে অপেক্ষার ইতি টেনে দিলেন মার্সেল জেকবস। বিশ্বের দ্রুততম মানবের মুকুট এখন এই ইতালিয়ানের।