![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/12E5/production/_119673840__119524381_begum.jpg)
প্রতারণার অভিযোগ থেকে রেহাই পেলেন ব্রিটিশ-বাংলাদেশি এমপি
লেবার পার্টির এমপি আপসানা বেগমে বিরুদ্ধে আবাসন ভাতা পেতে জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল, কিন্তু আদালত তাকে নির্দোষ বলে রায় দিয়েছে। আপসানা বেগম দাবি করছেন, 'হীন উদ্দেশ্য' তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।