![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F11%252F11%252Fa92289119e254eeb813ad98538e7ff4d-5be7d5cd5ac9e.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সুন্দরবনে উপদ্রব কমান: সুলতানা কামাল
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ২১:১৭
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, সুন্দরবনের মতো অনন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। এর ওপর উপদ্রব কমাতে হবে। এর সুরক্ষায় সচেষ্ট হতেই হবে।
আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত এক ওয়েবিনারে কথাগুলো বলেন সুলতানা কামাল। ‘বাঘ দিবসে বাঘের গল্প’ শীর্ষক এ ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজকের আয়োজনে বন্য প্রাণী ও বাঘ বিশেষজ্ঞ, গবেষক, সুন্দরবনের বনজীবী ও পরিবেশবাদীরা অংশ নেন।