
বিআরটিএর জরুরি সেবা চালুর একদিন পরেই বন্ধ!
সোমবার (২৬ জুলাই) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সীমিত পরিসরে কিছু জরুরি সেবা চালু করেছিল। কিন্তু জরুরি সেবা চালুর একদিন পরেই আজ মঙ্গলবার সেবা কার্যক্রম বাতিল করলো সংস্থাটি।
মঙ্গলবার (২৭ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।