![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnou-montri1-20210728144015.jpg)
নৌ মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন হার ৯৫ ভাগ
সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হার ৯৫ শতাংশ। বুধবার (২৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভায় (ভার্চুয়াল) এ তথ্য জানানো হয়।