কোটি রোগী, সচেতনতা কম

প্রথম আলো প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ১০:৩৬

জটিল জন্ডিস রোগ শতভাগ সারানোর নিশ্চয়তা—এমন বিজ্ঞাপন হয়তো অনেকের চোখে পড়বে। ‘ঝাড়ফুঁক’ দিয়ে জন্ডিস সারিয়ে তোলার আশ্বাস দেওয়া কথিত বৈদ্য–কবিরাজের কথাও শুনে থাকবেন অনেকে। রোগটি আসলে হেপাটাইটিস বি। বেশির ভাগ মানুষের কাছে এই রোগ ‘জন্ডিস’ নামে পরিচিত। অবৈজ্ঞানিক উপায়ে এই রোগ সারিয়ে তোলার আশ্বাস দিয়ে কিছু ব্যক্তি অবৈধভাবে টাকা অর্জনের পথ খোঁজেন। আর চিকিৎসার নামে রোগীর জন্য মৃত্যুঝুঁকি তৈরি করেন।


মূলত সচেতনতার অভাবে বহু মানুষ হেপাটাইটিসের চিকিৎসার জন্য ‘ঝাড়ফুঁক’–এর আশ্রয় নেন। কথিত বৈদ্য-কবিরাজের পেছনে টাকা ঢালেন এবং রোগটি জটিল পর্যায়ে নিয়ে যান। অবশ্য হেপাটাইটিসের চিকিৎসাও ব্যয়বহুল। ২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে, শুধু হেপাটাইটিস বি পরীক্ষার পেছনে ব্যয় হয় মাথাপিছু ৮৫ হাজার টাকা; যা মেটানোর সামর্থ্য অনেকেরই নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও