![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F27%2Fpirojpur-corona-pic.jpg%3Fitok%3DImmXHjag)
পিরোজপুরে করোনায় আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫
পিরোজপুরে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছে। নতুন করে ১৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ৪৫ জন। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন মঠবাড়িয়ার তুষখালী এলাকার শান্তি লতা (৭৫), কাউখালীর গৌরাঙ্গ মিস্ত্রি (৭০), ভাণ্ডারিয়ার তেলিখালী এলাকার আনসার হালদার (৭৫) ও নেছারাবাদ উপজেলার সুবোধ মিস্ত্রি (৭০)।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলাতে এ পর্যন্ত ১৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে চার হাজার ১৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৮ জন মারা গেছে এবং দুই হাজার ৫৭৬ জন সুস্থ হয়েছে।