কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্তের হার ২৬.৩৬ শতাংশ

ডেইলি স্টার বগুড়া সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১৫:১২

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন এবং পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, একই সময়ে ৫১৪টি নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ।


বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনায় চার জন ও মোহাম্মদ আলী হাসপাতালে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন আরও একজন। এর বাইরে সরকারি দুটি হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও