ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের শ্রেষ্ঠত্ব বজায় থাকুক
বিশ্বব্যাপী ম্যানগ্রোভ অরণ্য উপকূলীয় পরিবেশ রক্ষা করে চলেছে। জলনালিকাভরা তরঙ্গসংকুল কর্দমাক্ত এ অরণ্য সমুদ্র ও স্থলভূমির মধ্যে নির্মাণ করে অপূর্ব সংযোগ। সৃষ্টি হয় প্রাকৃতিক ব্যূহ। অনেকটা রুখে দেয় ঝড়ঝঞ্ঝা-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। রুখে দেয় উপকূলীয় ভূমিক্ষয়। শোষণ করে কার্বন। অম্লত্ব কমায় সমুদ্রের পানির।
- ট্যাগ:
- মতামত
- ম্যানগ্রোভ
- সুন্দরবন নীতিমালা