কনটেইনার স্থানান্তরে চট্টগ্রাম বন্দরের সঙ্কট কাটবে?

জাগো নিউজ ২৪ চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ১২:৩৯

সরকারঘোষিত দেশব্যাপী চলমান লকডাউনে (বিধিনিষেধ) বন্ধ রয়েছে দেশের বেশিরভাগ শিল্পকারখানা। এতে করে চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত কনটেইনার খালাস প্রক্রিয়া আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে বন্দরে বাড়তে থাকে কনটেইনারের সংখ্যা। সম্ভাব্য জট নিরসনে বেসরকারি ডিপোগুলোতে (আইসিডি) কনটেইনার স্থানান্তরের অনুমতি পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে দ্রুত পণ্য খালাসের জন্য চাপ দেয়া হয়। আর এতে করে সৃষ্ট কনটেইনার জট সাময়িকভাবে কাটার সম্ভাবনা তৈরি হয়েছে।


কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই পোশাকসহ বিভিন্ন কারখানা খুলে না দিলে এতে বন্দরের জট নিরসনের সম্ভাবনা নেই। কারণ বর্তমানে ডিপোগুলোতে রফতানি পণ্যবাহী কনটেইনারের চাপ রয়েছে। বন্দরের প্রাথমিক সঙ্কট নিরসনের জন্য আমদানি করা কনটেইনার কিছুদিনের জন্য রাখা যাবে। তবে সেখান থেকেও যদি ব্যবসায়ীরা কনটেইনার খালাস না করে তবেই জট হবে ভয়াবহ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও