কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বগুড়ায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৭.৩৩ শতাংশ

ডেইলি স্টার বগুড়া সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ১২:২৯

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন। এরমধ্যে উপসর্গে ১৫ জন এবং করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুই জন। তাদের মধ্যে বগুড়া জেলার বাইরের একজন রোগী আছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।


জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২২টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৭০ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৩৩ শতাংশ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গে মারা গেছেন নয় জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে উপসর্গে মারা গেছেন ছয় জন।


মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ১৩৭ জন। তিনটি হাসপাতালে ৫২২ জন ভর্তি আছেন এবং বগুড়া জেলায় বর্তমানে পজিটিভ রোগীর সংখ্যা এক হাজার ৯৮৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও