![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F26%2F218329178_4354302777941766_7859775470757094537_n.jpg%3Fitok%3DQLdwBnY_%26timestamp%3D1627270776)
বিধিনিষেধ শিথিলে সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
ডেইলি স্টার
প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ১০:৩৩
করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে দেশে 'কঠোর' লকডাউন আরোপ করেছিল সরকার। কিন্তু ঈদুল আজহা সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এতে দেশজুড়ে কোরবানির পশুর হাটগুলোতে জনসমাগম বাড়ে। লাখো মানুষ ছুটতে থাকেন গ্রামের দিকে।
গত ২৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেরিফায়েড ফেসবুক পেজে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনে ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল অপারেটরদের গ্রাহকের একটি হিসাব তুলে ধরেন। এতে দেখা যায়, ওই আট দিনে এক কোটি চার লাখ ৯৪ হাজার ৬৮৩ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। আর ঈদুল আজহার পরের দিন ২২ জুলাই ঢাকায় ফেরেন আট লাখ ২০ হাজার ৫১৬ জন সিমধারী।