![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F68a5198e-b513-4e68-bb3b-f1699b4259e2%252Fdengue_5.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ১৩০৭, সন্দেহে ৩ মৃত্যু
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মূলত রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। চলতি জুলাই মাসের ২৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৭ জন। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৫ জন।