কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ১৩৪ মামলা, জরিমানা ১ লাখ ২১ হাজার টাকা

ডেইলি স্টার মানিকগঞ্জ সদর প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১৫:২৫

করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালে মানিকগঞ্জে অকারণে ঘর থেকে বের হওয়ায় গত ২৪ ঘণ্টায় ১৩৪ মামলায় ১৩৪ জনকে ১ লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। সেসময় জেলায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অকারণে মোটরসাইকেল, ইজিবাইকসহ সড়ক-মহাসড়কে চলাচল ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় এই অর্থদণ্ড করা হয়েছে।


মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিবিধান যথাযথভাবে পালনের লক্ষ্যে আমরা কাজ করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। জেলার সব উপজেলাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও