![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Jul/1626861687_raj-3.jpg)
Raj Kundra: পর্নোগ্রাফির টাকায় বেটিং! আর্থিক দুর্নীতি নিয়েও জেরা করা হবে রাজকে
পর্নোগ্রাফির ব্যবসা থেকে আয়কে কি অনলাইন বেটিংয়ে লাগাতেন রাজ কুন্দ্রা? এমনই সন্দেহ থেকে আর্থিক দুর্নীতি এবং বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের হতে পারে রাজের নামে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রাজের বিরুদ্ধে একটি মামলা করতে পারে। জানা যাচ্ছে, ২৬ জুলাই, সোমবারের পর যে কোনও দিন তদন্তে নামবে ইডি।