You have reached your daily news limit

Please log in to continue


মুখ চেনা হলেই খুলে বসেন ‘রাজনীতির দোকান’

আওয়ামী লীগের ক্ষমতার প্রায় এক যুগ হতে চললো। বড় একটি দলের কিছু শাখা-উপশাখা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এ দীর্ঘ সময়ে কোনোমতে একটি সংগঠন বানিয়ে নামের শেষে 'লীগ' জুড়ে নিজেদের মূল দলের শরিক ভাবতে শুরু করেছে ভুঁইফোড় অনেক গোষ্ঠী। দিনকে দিন সংখ্যাটা বেড়েই চলেছে। পাড়া-মহল্লা, গ্রামে তো আছেই, শুধু রাজধানীতেই 'লীগ' জুড়ে দেওয়া সংগঠন পাওয়া যাবে কমপক্ষে তিন শ’।

অনুসন্ধানে কোনও ভিত্তি খুঁজে পাওয়া যায়নি এসব সংগঠনের। শুধু ফেসবুকে একটি পেইজ কিংবা দিবসভিত্তিক কিছু ব্যানার-ফেস্টুন দেখা যায়। আওয়ামী লীগ থেকেও এদের লাগাম টেনে ধরার পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। অথচ এদের কর্মকাণ্ডে সমালোচনার ভাগিদার হতে হচ্ছে মূল দলকেই।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন