![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/07/online/photos/barishal-b-samakal-60fc12f830790.jpg)
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের গলায় জুতার মালা, শিকলে বেঁধে মারধর
রিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বেল্লাল রাঢ়ী (১৮) নামের এক যুবককে গাছের সঙ্গে শেকলে বেঁধে মারধর করা হয়েছে। এছাড়া স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে সালিশ বিচারে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তাকে ৭০ হাজার টাকা জরিমানা এবং জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরানো হয়।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মেয়ারচর গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। বেল্লাল মেয়ারচর গ্রামের আলম রাঢ়ীর ছেলে। তার পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালী জসিম আকনের পরিবার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেল্লালকে আটক করে শারীরিক নির্যাতন ও পাতানো শালিস বিচার করেছে।