মোবাইলে আর্থিক সেবার এক দশক: জীবন এখন কত সহজ
আজ থেকে প্রায় দেড় দশক আগে একটি ঘটনা জেনে আমরা খুবই অবাক হই। ঘটনাটি ঘটিয়েছেন রংপুরের কোনো এক উদ্ভাবনী দিন-শ্রমিক। কাজের জন্য তিনি যাবেন বগুড়ায়। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়মিত টাকা পাঠানো দরকার। কেমনে পাঠাবেন? কী মনে করে বাজারে মোবাইল ফোনের রিচার্জের দোকানে গিয়ে জানলেন তাঁদের এলাকায় নিয়মিত মোবাইল রিচার্জকারীর নাম। তাঁর কাছে গিয়ে নিজের প্রস্তাব দিয়ে জানালেন, তিনি কাজের সন্ধানে বগুড়া যাচ্ছেন। নিজের মোবাইল নম্বর ওই ব্যক্তিকে দিয়ে বললেন, যখনই তাঁর রিচার্জের দরকার হবে, তাঁকে যেন ফোন করেন। তাহলে তিনি বগুড়া থেকে রিচার্জ করে দেবেন। রিচার্জের ওই টাকা যেন তিনি দিন-শ্রমিকের স্ত্রীর কাছে পৌঁছে দেন। ভদ্রলোক রাজি হলেন এবং এভাবে ওই দিন-শ্রমিক মোবাইল ফোনের এক অভিনব ব্যবহারের মাধ্যমে নিজের স্ত্রীকে সময়মতো টাকা পাঠাতে পারলেন।
এর এক-দুই বছর পর ডিজিটাল বাংলাদেশের সূচনালগ্নে দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি ফরম সংগ্রহ, পূরণ ও আবার জমা দেওয়ার কষ্ট লাঘব করার বিষয়ে ভাবতে গিয়ে আমাদের এ ঘটনার কথা মনে পড়ে।