ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না: প্রকল্প পরিচালক

ডেইলি স্টার পদ্মা সেতু প্রকাশিত: ২৩ জুলাই ২০২১, ১৬:০৪

যাত্রীবাহী ফেরির ধাক্কার পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি এমনটি প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার দুপুরে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফেরির ধাক্কায় সেতুর কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না, তারপরও আমরা তদন্ত করছি।'


তিনি আরও বলেন, 'পদ্মা সেতুর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে— এটি পাঁচ হাজার টন পর্যন্ত আঘাত সহনীয়।'


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এর আগে আমরা বিআইডব্লিউটিসিকে মৌখিকভাবে বলেছিলাম, তারা যেন কারিগরি ত্রুটি নেই এমন ফেরি সতর্কতার সঙ্গে পরিচালনার অনুমতি দেয়। কিন্তু এই ফেরিটি সতর্কতার সঙ্গে চালানো হচ্ছিল না বলে আমাদের মনে হয়েছে। ধারণা করা হচ্ছে, ফেরিটির কারিগরি ত্রুটি রয়েছে। আমরা তাদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো।


পদ্মা সেতু প্রকল্পের এক প্রকৌশলী বলেন, আমরা এই ঘটনাটি তদন্ত করছি। এর পেছনে কিছু আছে কি না তা জানতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও