![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F23%2Fcapture_2021-07-23_09.27.36_1.jpg%3Fitok%3DpdD2syaH)
ফেরিতে চাপ কমলেও বিধিনিষেধ উপেক্ষা করে চলছে পারাপার
দেশব্যাপী ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরুর প্রথম দিন আজ শুক্রবার বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। নৌরুটের ফেরিগুলোতে আজ সকাল থেকে শতশত যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায়। তবে, আগের চেয়ে আজ যাত্রী ও যানবাহনের চাপ অনেকটা কমে এসেছে।