মনের মানুষের সঙ্গে মনোমালিন্য
প্রথম আলো
প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ০৭:৩৪
বাচ্চাদের একটা বইয়ে পড়েছিলাম এ রকম একটি ছড়া। মনে করুন, ভালোবাসার মানুষের সঙ্গে তুমুল ঝগড়া হলো। ঝগড়া শেষে দুজন দুদিকে চলে গেল। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে আপনি বুঝে গেলেন ভুলটা আসলে আপনারই ছিল। দেরি না করে ফোন করুন। নির্দ্বিধায় বলুন সরি। ফোন করতে যদি অস্বস্তি হয়, তাহলে বার্তা পাঠান। লিখুন, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এতে কোনো ছোট হওয়ার ব্যাপার নেই।
মনের মানুষের সঙ্গে মনোমালিন্য হতেই পারে। এই যেমন দেখুন, শুঘ্রীর সঙ্গে অনিকের সম্পর্কের বয়স পাঁচ বছর। সেই সম্পর্কের স্বাদ-টক-ঝাল মিষ্টি সমস্তই। শুঘ্রী জানান, তাঁদের এটা–ওটা নিয়ে টুকটাক লেগেই থাকে। তবে সেটা সমাধান না করে কেউই ঘুমাতে যান না। যাতে নতুন দিনের শুরুতে পুরোনো কোনো তেতো স্বাদ মনের কোণে মলিন হয়ে পড়ে না থাকে।