কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

ঢাকা পোষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রকাশিত: ২১ জুলাই ২০২১, ১৪:২৩

ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত রাজধানীতে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


জানা গেছে, কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। আবার অনেকেই কোরবানির সময় গরুর শিংয়ের আঘাত পেয়ে আহত হয়েছেন। তারাই প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছেন।


ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তি কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকেলের পর আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এখন পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও