![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2021/07/20/image-445285-1626781618.jpg)
কানাডায় এবার মসজিদে ইসলামবিদ্বেষীদের হামলা
কানাডার ক্যামব্রিজ এলাকায় ইসলামবিদ্বেষীরা একটি মসজিদে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে হাতাহতের কোনো ঘটনা না ঘটলেও মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আরব নিউজ ও সিবিসি নিউজের। শান্তির দেশ হিসেবে পরিচিত কানাডায় এ ধরণের ঘৃণা সন্ত্রাস ও ধর্মীয় উগ্রবাদীদের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে চলছে।
বাইতুল করিম নামে কানাডার ওই মসজিদের হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির আহমেদিয়া মুসলিম জামাত নামে একটি ইসলামি সংগঠন জানিয়েছে।