বাড়ি-বাগানে কেন্নোর উপদ্রব! কী ভাবে সহজে তাড়াবেন জেনে নিন
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১৬:৫৭
ক্ষয়িষ্ণু পদার্থ ও মৃত উদ্ভিদ কেন্নোর খাদ্য। ছোটখাটো পোকামাকড়ও খেয়ে থাকে কেন্নো। তাই এরা সজীব উদ্ভিদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। তবে নতুন চারা খায় এঁরা। অন্যদিকে এই পোকা কামড়ায় না বা হুল ফোটায় না। তবু কেন্নো বারবার দেখতে পেলে কারোওই ভালো লাগে না।