মাছ শিকারে কীটনাশক, হুমকিতে জীববৈচিত্র্য
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১২:০২
প্রজনন মৌসুম চলায় সুন্দরবনে মাছ শিকার বন্ধ রয়েছে। কিন্তু একশ্রেণির অসাধু জেলে বনের নদী-খালে কীটনাশক বা বিষ প্রয়োগ করে মাছ শিকার করছেন। এর সঙ্গে স্থানীয় প্রভাবশালীরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। এতে বনের পানি বিষাক্ত হয়ে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য।
গতকাল রোববার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির পেছনের একটি খাল থেকে একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। নৌকাটি থেকে ৬ বোতল বিষ, ২ প্যাকেট রোটেনন (কীটনাশক) ও বিষ দিয়ে ধরা প্রায় ৩৫ কেজি চিংড়ি উদ্ধার করা হয়। তবে নৌকায় থাকা ব্যক্তিদের কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।