You have reached your daily news limit

Please log in to continue


কারাবন্দিদের টিকা দেওয়ার উদ্যোগ

সারাদেশের কারাবন্দিদের করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথমে কয়েদিদের, এরপর হাজতিদের টিকা দেওয়ার চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্নিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে কারা অধিদপ্তর।

এ ব্যাপারে কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুর রহমান মামুন সমকালকে বলেন, কয়েদিদের আমরা প্রথমে টিকার আওতায় আনতে চাই। মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে টিকাদান প্রক্রিয়া শুরু হবে।

কারাগারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, করোনা সংক্রমণের শুরু থেকেই বন্দিদের স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন কোনো বন্দি কারাগারে এলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের আইসোলেশন সেন্টারে রাখা হয়। কারাগারে তাপমাত্রা মাপার সরঞ্জাম দিয়ে বন্দিদের নিয়মিত পরীক্ষা করা হয়। কারও শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকলে তাকে পৃথকভাবে রেখে পর্যবেক্ষণ করা হয়। কারাগারের প্রতিটি ভবনের নিচে তিনজন করে কারারক্ষী দায়িত্ব পালন করছেন। কোনো বন্দি করোনার প্রেক্ষাপটে স্বাস্থ্য নির্দেশনা অমান্য করছেন কিনা তা তারা পর্যবেক্ষণ করে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন