![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F18470749-20fd-4f13-b46f-ef13754f53e5%252Fa691f2f22d0b159ecc67ed6bb0daf13b_5979959bc4042.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
লাইফ সাপোর্টে ফকির আলমগীর
করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবণতি হয়েছে। তাঁকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। আজ রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত দেন বলে প্রথম আলোকে জানিয়েছেন তাঁর ছেলে মাশুক আলমগীর রাজীব।
সাড়ে ১০টার দিকে মাশুক জানান, কিছুক্ষণ আগে তাঁর বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে আসে। যার কারণে চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশন নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন মাশুক।