কারখানা চালু রাখতে সরকারের সঙ্গে আলোচনা চলছে: এফবিসিসিআই সভাপতি

সমকাল এফবিসিসিআই ভবন, মতিঝিল প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ২১:৫৬

ঈদের পরে লকডাউনে কারখানা চালু রাখার দাবি জানিয়ে আসছেন তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের শিল্প মালিকরা। এ দাবির বিষয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। রোববার সমকালকে তিনি নিজে এ কথা জানিয়েছেন।


ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি বলেন, পচনশীল পণ্যসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ কিছু কারখানা আছে, যা চালু রাখা ছাড়া উপায় নেই। এসব কারখানা চালু রাখার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও সচিবদের সঙ্গে আমি আলোচনা করছি। কারখানা চালু রাখার জন্য প্রধানমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও