ঈদে ছেলেদের সাজ-পোশাক
ইত্তেফাক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ১৭:২৮
আতঙ্ক ও অস্বস্তির বিপর্যস্ত জনজীবনে আবারো এসেছে আরো একটি ঈদুল আজহা। সকলের মাঝেই ঈদকে বরণ করার প্রস্তুতি। সাজে-পোশাকে মেয়েদের সঙ্গে ছেলেরাও থেমে নেই। ঈদে কেমন হবে ছেলেদের সাজ-পোশাক, চলুন জেনে নেওয়া যাক-
ঈদের মূল সাজের আগে কাটিয়ে ফেলুন চুল। ঈদের আগের দিন চুল কাটালে হয়তো চুলের কাটিং চেহারার সঙ্গে ঠিকঠাক নাও মিলতে পারে। চুল কাটানোর পর তা চেহেরার সাথে সেট হয়ে যেতে অন্তত দুই থেকে তিন দিন সময় লেগে যায়। সদ্য কাটানো চুলের অসামঞ্জস্যতার জন্য অপ্রস্তুতও হতে পারেন।