বাংলাদেশেই তৈরি হচ্ছে জাহাজ ট্র্যাক করার যে প্রযুক্তি - BBC News বাংলা
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ১৫:৪০
মনিরুল ইসলাম একজন জাহাজ মালিক। তার জাহাজ এখন কোথায়, ঠিকমতো গন্তব্যে যাচ্ছে কি-না, কোন বিপদ হল কি-না এসব নিয়ে সর্বদাই টেনশনে থাকেন। আর সেই টেনশন দূর করতেই তিনি সাহায্য নিয়েছেন প্রযুক্তির। তার জাহাজে বসিয়েছেন জাহাজী ডিভাইস। এখন সব তথ্য তার হাতের মোবাইল ফোনে। বাংলাদেশে ২০১৯ সালে জাহাজ ট্র্যাক করার প্রযুক্তি জাহাজী অ্যাপ এলেও এটি এখন পুরোপুরি বাংলাদেশেই তৈরী হচ্ছে। বেশকিছু নতুন ফিচার যেমন যুক্ত হয়েছে তেমনি বিরাট তথ্যভান্ডার গড়ে তুলতেও কাজ করে চলেছেন এর ডেভেলপাররা।