![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/4FF3/production/_119476402_gettyimages-1329262476.jpg)
কান উৎসবে এবার সেরা ছবির পুরষ্কার জিতলো যে ছায়াছবিটি
যৌনতা ও সহিংসতায় পূর্ণ অদ্ভুতুড়ে ছায়াছবি টিটান জিতেছে ২০২১ সালের কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরষ্কার।
জুলি ডুকর্নো এযাবৎ কান উৎসবে পাম ডি'অর জেতা দুজন মোটে নারী পরিচালকের একজন।
আর এককভাবে এই খেতাব জেতা প্রথম নারী পরিচালক তিনি।
মিজ ডুকর্নোর দ্বিতীয় ফিচার চলচ্চিত্র এটি।