![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Ffeature%2Fimages%2Fsonamosjid_0.jpg%3Fitok%3D0mPMknQZ%26timestamp%3D1621437463)
৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। আগামী ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারকরা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ২৫ জুলাই থেকে আবারও এ বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।