কঠোর বিধিনিষেধেও থেমে নেই বালুখেকোরা

প্রথম আলো নাগেশ্বরী তুহিন ওয়াদুদ প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ১৫:০৭

কোভিডের সংক্রমণ থেকে বাঁচার জন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। এই বিধিনিষেধের সময়ে বালুখেকোদের উৎসব লেগে যায়। সম্প্রতি মুঠোফোনে খবর পেলাম, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙা নদী (বর্তমানে বিলে পরিচিতি পেয়েছে) থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এরপরই নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করি। তিনি সেই বালু উত্তোলন বন্ধ করেছেন।


রংপুর সদর উপজেলার হোসেন নগরের কাছেই ড্রেজার বসিয়ে একই স্থান থেকে কয়েক দিন ধরে বালু উত্তোলন করছিলেন স্থানীয় প্রভাবশালীরা। তাঁরা বালু উত্তোলন বন্ধ করতে নারাজ। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে সেই বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়েছে। শালমারা নদী থেকে বালু তোলার খবর দিলে মিঠাপুকুরের ইউএনওর মাধ্যমে সেখানে বালু তোলা বন্ধ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও