![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fraza-20210716085505.jpg)
জটিল অসুখ জয় করে মাঠে ফিরছেন রাজা
জটিল অসুস্থতার প্রায় চার মাস ধরে মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফিরতে চলেছেন জিম্বাবুয়ের স্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন এ ৩৫ বছর বয়সী তারকা অলরাউন্ডার।