নিউ ইয়র্কে শ্রিংলার জরুরি সফর

আনন্দবাজার (ভারত) নিউ ইয়র্ক প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৬:১৪

অস্থায়ী সদস্য হিসেবে অগস্ট মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পরিচালনার দায়িত্ব থাকবে ভারতের হাতে। সেখানে সন্ত্রাস-বিরোধিতার প্রশ্নে নিজেদের আলোচ্যসূচি স্থির করতে চলতি সপ্তাহে নিউ ইয়র্ক পাড়ি দিচ্ছেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, ফরাসি বিদেশমন্ত্রী-সহ আরও কিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বিদেশসচিব বৈঠক করবেন। সন্ত্রাস বিরোধিতা, সমুদ্র-নিরাপত্তা, আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় তার প্রভাব, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ ভূমিকার মতো বিষয়গুলি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করবেন শ্রিংলা। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের সদস্যদের সঙ্গে পর্যালোচনা-বৈঠকে বসবেন বিদেশসচিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও