সিঙ্গাপুরে বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন
বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করেছে সিঙ্গাপুর। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির সমুদ্রতীরবর্তী স্থানে গতকাল বুধবার এ প্যানেলের উদ্বোধন করা হয়। ১ লাখ ২২ হাজার প্যানেলের প্রকল্পটি ৪৫টি ফুটবল মাঠের সমান। এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে, তা দিয়ে দেশটির পাঁচটি পানি শোধনাগার চালানো যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মূলত দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটিতে স্থান সংকুলানের কারণে ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রসীমা বৃদ্ধিতে দ্বীপ রাষ্ট্রটি এমনিতেই হুমকিতে রয়েছে।