![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftruk-killed-20210714105217.jpg)
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের
পাবনায় ট্রাকের ধাক্কায় মো. মিনহাজ (৭২) নামে এক বৃদ্ধ রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে শহরে পুলিশ লাইন্সের দ্বিতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পাবনা পৌর সদরের সাধুপাড়া জুটপট্টি এলাকার বাসিন্দা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় রিকশাচালক মিনহাজ মারা যান। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। ওসি আরও জানান, চালকের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে